বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬, ০৬:০০:২৮

বিহারের সাবেক মুখ্যমন্ত্রীর গাড়ি বহরে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলের মন্ত্রী

বিহারের সাবেক মুখ্যমন্ত্রীর গাড়ি বহরে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলের মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিহার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী জিতনরাম মাঝির গাড়ি বহরে একদল উত্তেজিত জনতা হামলা চালালেও তিনি প্রাণে রক্ষা পেয়েছেন। পুলিশ জিতন রাম মাঝিকে আহত অবস্থায় উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়ে যায়। খবর প্যারিস টুডে।

আজ ২৬ মে (বৃহস্পতিবার) হিন্দুস্তানি আওয়াম মোর্চার প্রধান তথা সাবেক মুখ্যমন্ত্রী জিতনরাম মাঝি বিহারের গয়ায় এক বিক্ষোভকারী জনতার আক্রমণের শিকার হন। তার গাড়ি বহরে ইট-পাটকেল ছোঁড়াসহ একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা। পুলিশের ২ টি মোটর সাইকেলেও আগুন দেয় জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে ব্যাপক লাঠি চালায় এবং পরে শূন্যে গুলি ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

মাওবাদীদের হাতে এক রাজনৈতিক দলের নেতা নিহত হওয়ায় গতকাল বুধবার থেকে উত্তপ্ত হয়ে রয়েছে বিহারের গয়া। এদিন মাওবাদীদের হামলায় লোক জনশক্তি পার্টি (এলজেপি)’র নেতা সুদেশ পাসওয়ান ছাড়াও অন্য একজনের মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে বিহারের গয়ার ডুমুরিয়াতে গতকাল থেকে বিক্ষোভ প্রদর্শন করছে স্থানীয় বাসিন্দারা।

আজ জিতনরাম মাঝি তাদের জোটসঙ্গী নিহত এলজেপি নেতা সুদেশ পাসওয়ানের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে গয়ার ডুমুরিয়াতে বিক্ষোভকারীদের হামলার শিকার হন। ঘটনাস্থলে পুলিশ এবং আধাসামরিক বাহিনীর একটি বড় দল পৌঁছেছে।
২৬ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে