বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬, ০৭:০৪:৩২

বিশ্বের সবচেয়ে বড় কন্যাশিশুর জন্ম দিলেন মা!

 বিশ্বের সবচেয়ে বড় কন্যাশিশুর জন্ম দিলেন মা!

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে বড় কন্যাশিশুর জন্ম দিলেন এক মা।  তিনি ভারতের কর্নাটক রাজ্যের বাসিন্দা নন্দিনী।  গত সোমবার সন্ধ্যায় রাজ্যটির দক্ষিণাঞ্চলের শহর হাসানের একটি সরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন নন্দিনী।

সাধারণত সদ্যজাত শিশুদের গড় ওজন যেখানে ৭.৫ পাউন্ড (৩.৪০ কিলোগ্রাম) হয় সেখানে নন্দিনীর সন্তানের ওজন তার দ্বিগুণ।  অর্থাৎ ১৫ পাউন্ড (৬.৮০ কিলোগ্রাম)।

এর আগে ২০১৩ সালে স্পেনে সবচেয়ে বড় কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন ব্রিটেনের নাগরিক ম্যাক্সিম ম্যারিন।  তার কন্যাসন্তানের ওজন ছিল ১৩ পাউন্ডের একটু বেশি (৬.১০ কেজি)।  

১৯৫৫ সালে ইতালিতে পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন ক্যামেলিনা ফিডেল।  শিশুটির ওজন ছিল (১০.২০ কেজি)।  তবে সবাইকে হার মানাল ভারতের নন্দিনীর বাচ্চা।

নিজের প্রথম সন্তানের মাত্রাতিরিক্ত ওজন নিয়ে চিন্তায় পড়েছেন নন্দিনীর বাবা-মা।  তবে নন্দিনীর নিজের চেহারাও যথেষ্ট ভারী।  

তার ওজনও ৯৪ কেজি, লম্বায় ৫ ফুট ৯ ইঞ্চি।  যদিও ওজন স্বাভাবিকের তুলনায় অনেক বেশি হলেও সুস্থই আছে বাচ্চাটি।  

আপাতত হাসপাতালের নিওন্যাটাল ইনসেনটিভ কেয়ার ইউনিটে তাকে রাখা হয়েছে এবং চিকিৎসকরাও তার ওপর সর্বক্ষণ নজর রাখছেন।

নন্দিনীর চিকিৎসার দায়িত্বে থাকা হাসপাতালের নারী বিশেষজ্ঞ ডা. পূর্ণিমা মনু জানান, সন্তান-সম্ভবা নন্দিনী যখন হাসপাতালে আসেন তখন সবাই আশ্চর্য হয়ে যাই।  তার অপারেশন করতে প্রায় আধা ঘণ্টা সময় লেগেছিল।  

তিনি জানান, আসলে তিনিও যথেষ্ট ভারী চেহারার নারী।  আমরা তার শরীরের সুগার নিয়ে চিন্তায় ছিলাম কিন্তু তার শরীরে কোনো সুগার, থাইরয়েড, কিংবা শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল না।  বর্তমানে মা ও সন্তান দুজনই সুস্থ আছে।  

স্থানীয় চিকিৎসক ডা. ভেঙ্কটেশ রাজু জানান, আমার পঁচিশ বছরের পেশায় এতবড় শিশুর জন্ম হতে দেখিনি।  এটা সত্যিই অলৌকিক ঘটনা।  আমার মনে হয় সদ্যজাত শিশুদের মধ্যে এখন পর্যন্ত ওই শিশু সবচেয়ে বেশি ওজনের।  

দুই বছর আগে নন্দিনী ও অরুণের বিয়ে হয়।  প্রথম সন্তানের জন্ম নিয়ে খুবই উদ্বিগ্ন ছিলেন তারা। সন্তানের জন্ম দিয়ে বাবা-মা দুজনেই বেশ খুশি।
২৬ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে