আন্তর্জাতিক ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে হেভিওয়াটার বা ভারী পানি কেনার বিষয়ে ওবামা প্রশাসনকে বাধা দিয়েছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। গতকাল ২৫ মে (বুধবার) মার্কিন প্রতিনিধি পরিষদে এ বিষয়ে একটি বিল পাস হয়েছে। বিলের পক্ষে ভোট দিয়েছে ২৫১ জন আইনপ্রণেতা। এ বিলে বলা হয়েছে- মার্কিন ডলার দিয়ে ইরান থেকে হেভিওয়াটার কেনা যাবে না।
কয়েক সপ্তাহ আগে খবর বের হয়েছে, প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন ইরান থেকে ৮৬ লাখ ডলারের হেভিওয়াটার কেনার বিষয়ে একটি চুক্তি চূড়ান্ত করতে যাচ্ছে। এরপর মার্কিন প্রতিনিধি পরিষদ ইরান থেকে হেভিওয়াটার কেনার বিষয়টি নিষিদ্ধ করে বিল পাস করল।
গত এপ্রিল মাসে ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছিলেন, ইরান থেকে ৩২ মেট্রিক টন হেভিওয়াটার কেনার বিষয়ে আমেরিকার সঙ্গে একটি চুক্তি হতে যাচ্ছে। এ ঘটনাকে ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচির বাণিজ্যিকীকরণের পথে বড় ধরনের অগ্রগতি বলে বিবেচনা করা হচ্ছিল। কিন্তু মার্কিন প্রতিনিধি বিল পাস হওয়ার পর সে সম্ভাবনা অনেকটাই আটকে গেল।
২৬ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই