আন্তর্জাতিক ডেস্ক : কঙ্কাল মামলার মূল অভিযুক্ত সিপিএম নেতা সুশান্ত ঘোষকে খুনি ভেবে আদালত চত্বরেই চড় মারলেন এক ব্যক্তি।
ওই ব্যক্তি অভিযোগ করেছেন সুশান্ত ঘোষ তার ছেলের খুনি। এ ঘটনা শাসক দলের সাজানো বলে সুশান্ত ঘোষ দাবি করলেও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।
২০১১ সালে পশ্চিম মেদিনীপুরের বেনাচাপড়া গ্রাম থেকে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় কমপক্ষে আটটি কঙ্কাল। ওই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয় সিপিএমের তত্কালীন তুখোড় নেতা সুশান্ত ঘোষকে।
সুপ্রিমকোর্টের নির্দেশে জামিন পাওয়া সুশান্ত বৃহস্পতিবার ওই মামলার শুনানিতে হাজিরা দিতে গিয়েছিলেন মেদিনীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে।
জনাকীর্ণ আদালত চত্বরে পুলিশের উপস্থিতিতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সুশান্ত ঘোষ। তখন হঠাত্ তার দিকে এগিয়ে এসে তার বাম পাশের গালে কষিয়ে চড় মারেন মনোরঞ্জন সিং নামের ওই ব্যক্তি।
মনোরঞ্জনের ছেলে স্বপন সিং গত কয়েক বছর ধরেই নিখোঁজ। তার অভিযোগ, সুশান্ত ঘোষই তার ছেলেকে খুন করেছেন। তার বাড়ি থেকে উদ্ধার হওয়া কঙ্কালের মধ্যে তার ছেলের কঙ্কালও রয়েছে।
পুলিশ সঙ্গে সঙ্গে মনোরঞ্জন সিং-কে আটক করে। এ ঘটনা তৃণমূলের চক্রান্ত বলে অভিযোগ করেছেন সুশান্ত ঘোষ।
২৬ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম