শুক্রবার, ২৭ মে, ২০১৬, ০২:৫২:০৬

কমোডে লুকিয়ে ছিল অজগর, কামড়ে রক্তাক্ত ব্যক্তি হাসপাতালে

কমোডে লুকিয়ে ছিল অজগর, কামড়ে রক্তাক্ত ব্যক্তি হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক: টয়লেটের পাইপ বেয়ে উপরে উঠে বিশাল আকৃতির একটি সাপ টয়লেটের কমোড পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এবং এই বিশাল অজগর সাপটি টয়লেটের কমোডে লুকিয়ে ছিল সুযোগের অপেক্ষায়। ৩৮ বছর বয়সি এক ব্যক্তি কমোডে বসা মাত্রই তাকে আক্রমণ করে অজগর সাপটি। বুধবার থাইল্যান্ডে এ ঘটনা ঘটে। । ৩৮ বছর বয়সী আত্তাপর্ন বোনমাকচুইয়ের কমোডে বসে সাপের কামড় খাওয়ার খবরটি বিশ্বের বেশ কয়েকটি গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়েছে।

শেষ পর্যন্ত তিনি এই অজগর সাপটি থেকে কোন মতে জীবনে রক্ষা পেলেও তাকে অনেক কাঠখড় পোহাতে হয়েছে। অজগরের আঘাতে আহত হয়ে ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। এপির প্রতিবেদনে বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়েছে, আত্তাপর্ন বোনমাকচুই নিজ বাসার কমোডে বসার পরই সাপটি আক্রমনে খুবই আঘাত পান। আঘাত খাওয়ার সঙ্গে সঙ্গে তার চিৎকার প্রথমে এগিয়ে আসেন স্ত্রী। পরে আশপাশের লোকজনও আসেন। স্ত্রী ও প্রতিবেশীদের সাহায্য সাপটিকে বাগে আনা সম্ভব হয়। ১০ ফুট দীর্ঘ বিশালাকার ওই অজগরের সঙ্গে প্রায় ৩০ মিনিট ধরে ধস্তাধস্তি চলার সময় প্রায় পুরো কক্ষ রক্তে ভিজে যায়।

সাপটি টয়লেটের পাইপেই চিল। একপর্যায়ে কমোডে ভেতরে চলে যায়। খবর পেয়ে থাইল্যান্ডের জরুরি নিরাপত্তা বিভাগের কর্মীরা গিয়ে টয়লেট ভেঙে বিশাল আকৃতির অজগরটিকে বের করে আনে। পরে সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, দীর্ঘক্ষণ সাপের সঙ্গে ধস্তাধস্তি ও রক্তক্ষরণের কারণে আত্তাপর্ন বোনমাকচুই অসুস্থ হয়ে পড়েন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, টয়লেটের পাইপে সাঁতার কাটছিল সাপটি। একপর্যায়ে কমোডে ভেতরে চলে যায়।

ওই হাসপাতালের পরিচালক চিকিৎসক চুটিমা পিঞ্চারিয়ন বলেন, ‘আত্তাপর্ন বোনমাকচুইয়ের মনোভাব সত্যিই ভালো...যদিও তার স্ত্রী ও সন্তানেরা এ ঘটনায় আঘাত পেয়েছেন। তিনি (আত্তাপর্ন) বিছানায় শুয়ে শুয়ে হেসে হেসে সারা দিন ওই ঘটনার বর্ণনা দিয়ে সাক্ষাৎকার দিচ্ছেন।’

 

২৭ মে,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে