আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী হিসেবে সবে দু-বছর পূর্ণ করেছেন নরেন্দ্র মোদী। এরই মধ্যে ফেসবুকের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে 'বিশ্ব নেতা' হিসেবে জনপ্রিয়তায় দু-নম্বরে উঠে এসেছেন 'মেক ইন ইন্ডিয়া'র প্রবক্তা। লাইকের নিরিখে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ঠিক পরেই রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবারই Burson-Marsteller-এর তরফে ফেসবুকের এই তালিকাটি প্রকাশ করা হয়। তাতেই দেখা যাচ্ছে জনপ্রিয়তায় (লাইকের নিরিখে) শীর্ষে বারাক ওবাম। দ্বিতীয় স্থানটি মোদীর। তিনে রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। ওবামার পেজ লাইক ৪৬ কোটি ৪ লক্ষ ১৪ হাজার ১৭৭। মোদীর ফেসবুক পেজ লাইক ১০ কোটি ১ লক্ষ ৯ হাজার ৮৮৬। ট্যুইটারে তাঁর ফলোয়ারের সংখ্যা ৩১ কোটি ৭ লক্ষ ৪৫ হাজার ২০৩।-এই সময়
২৭ মে,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ