আন্তর্জাতিক ডেস্ক : প্রশান্ত মহাসাগরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দেশ ফিজিতে শক্তিশালী ৬ দশমিক ৪ মাত্রা ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে এখনো জানা যায়নি।
শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১০টা ৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। কোনো সুনামি সতকর্তাও জারি করা হয়নি।
নেপালে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই ২০১৫ সালের এপ্রিলে ফিজিতে ৬.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় ভোর ৪টার দিকে ফিজির লাবাসার ২২৪ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে।
এর আগে ২০১৪ সালের নভেম্বর মাসে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল।
২৭ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম