আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল অখিমুখী কোরিয়ান এয়ার জেটের একটি ফ্লাইটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আরোহী আহত হয়েছেন বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।
কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, জাপানের রাজধানী টোকিওর হানিদা বিমানবন্দর থেকে ৩১৯ জন আরোহী নিয়ে উড্ডয়নের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করে কোরিয়ান এয়ার জেটের ২৭০৮ ফ্লাইটটি। হঠাৎ উড্ডয়নের আগ মুহূর্তে ফ্লাইটের বাম পাশের ইঞ্জিনে আগুন ধরে যায়। এর পাশেই যাত্রীদের ওঠার একটি দরজা ছিল।
এদিকে ঘটনার পর দ্রুত অগ্নি নির্বাপন কর্মীসহ দু’টি ট্রাক বিমানবন্দরে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দ্রুত ফ্লাইটের ৩০২ আরোহী ও ১৭ ক্রু’কে নিরাপদে নামিয়ে আনা হয়। তবে এ সময় দু’জন পুরুষ ও পাঁচজন নারী আহত হয়েছেন বলে বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম।
এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনার পর প্লেনটি বিমানবন্দরের যে রানওয়েতে ছিল সেটি বন্ধ রাখা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান করছে কর্তৃপক্ষ।
২৭ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম