শুক্রবার, ২৭ মে, ২০১৬, ০৫:৪৬:১৬

এক লাখ ৪০ হাজার প্রাণ নেয়া সেই সৌধেই ওবামার ফুলেল শুভেচ্ছা!

এক লাখ ৪০ হাজার প্রাণ নেয়া সেই সৌধেই ওবামার ফুলেল শুভেচ্ছা!

আন্তর্জাতিক ডেস্ক : এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট হিরোশিমা সফরে আসেন। আর তিনি হলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। আজ ২৭ মে শুক্রবার জাপানের হিরোশিমার আনবিক হামলার সেই জায়গা সফর করেছেন তিনি।

যুক্তরাষ্ট্র ১৯৪৫ সালে আনবিক বোমা ফেলে জাপানের এই শহরটিকে ধ্বংস করেছিল। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

বিষন্ন চেহারার বারাক ওবামা ঐ হামলায় যারা প্রাণে বেঁচে গিয়েছিলেন তাদের সাথে কথা বলেন এবং স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণকরেন।

এ সময় তার সাথে ছিলেন জাপানের প্রধানমন্ত্রী শিঞ্জো আবে।

এর পর এক ভাষণে বারাক ওবামা বলেন, হিরোশিয়ার ওপর আনবিক বোমা হামলার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছিল যে মানবজাতি নিজেকে ধ্বংস করার ক্ষমতা তৈরি করে ফেলেছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আনবিক বোমা হামলায় হিরোশিমার এক লক্ষ ৪০ হাজার বাসিন্দা প্রাণ হারান।
২৭ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে