আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয়বারের মত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুরে কলকাতার প্রশস্ত রেড রোডে শপথ গ্রহণ করেন তিনি।
৪২ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী আছে ২৯ জন। ১৩ জন প্রতিমন্ত্রীর মধ্যে পাঁচজন স্বাধীন দায়িত্বে রয়েছেন। মন্ত্রিসভার সদস্যদের মধ্যে ছয়জন মুসলিম রয়েছেন।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের নেতামন্ত্রী থেকে শুরু করে বলিউড তারকারাও।
শপথ নেয়া মুসলিম মন্ত্রীরা হলেন জাভেদ খান, আবদুর রেজ্জাক মোল্লা, সিদ্দিকুল্লা চৌধুরী, গোলাম রাব্বানি, জাকির হোসেন, গিয়াসউদ্দিন মোল্লা।
ভারতের গণমাধ্যম সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রিসভায় ৪২ জনের মধ্যে নতুন মন্ত্রী হয়েছেন ১৮ জন। বাদ পড়েছেন ৯ জন।
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্ত্রিসভার নারী সদস্য চারজন। মালদা ছাড়া সব জেলা থেকেই মন্ত্রী করা হয়েছে।
২৭ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম