আন্তর্জাতিক ডেস্ক : স্ত্রীর সন্তান প্রসবের সময় উপস্থিত থাকায় পুরুষ ডাক্তারকে গুলি করেছে সৌদি আরবের এক নাগরিক।
বৃহস্পতিবার দেশটির রাজধানী রিয়াদের কিং ফাহাদ হাসপাতালে এ ঘটনা ঘটে।
সৌদি সংবাদমাধ্যম সাবাক জানিয়েছে, প্রায় এক মাস আগে জর্ডানের ডা. মুহান্নাদ আল জাবান ওই ব্যক্তির স্ত্রীর সন্তান প্রসবে সহায়তা করেছিলেন।
বৃহস্পতিবার ওই ব্যক্তি হাসপাতালে যান। তিনি স্ত্রীর সন্তান প্রসবে সহায়তাকারী ডাক্তারকে ধন্যবাদ দেয়ার আগ্রহ পোষণ করেন।
ডা. মুহান্নাদকে নিয়ে ওই ব্যক্তি হাসপাতালের বাগানে গিয়ে কথা বলতে থাকেন। কথাবার্তার এক পর্যায়ে তিনি ডাক্তারকে লক্ষ্য করে গুলি চালান।
গুলির শব্দে পেয়ে হাসপাতালের কর্মচারীরা সেখানে গিয়ে গুরুতর আহত ওই ডাক্তারকে উদ্ধার করেন। এ ঘটনার পর বন্দুকধারীকে আটক করেছে পুলিশ।
জিজ্ঞাসবাদে তিনি জানিয়েছেন, তার স্ত্রীর সন্তান প্রসবের সময় কোনো পুরুষ চিকিৎসকের থাকার অধিকার নেই। সেখানে নারী চিকিৎসক থাকা উচিত ছিল।
হাসপাতালের মুখপাত্র বাসাম আল বুরাইকান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ডা. মুহান্নাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।
২৭ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম