শুক্রবার, ২৭ মে, ২০১৬, ০৯:২৫:৪৯

অবশেষে ভারত থেকেই হেলিকপ্টার কিনছে পাকিস্তান

অবশেষে ভারত থেকেই হেলিকপ্টার কিনছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে ভারতের বিতর্কিত সংস্থা অগুস্তা ওয়েস্টল্যান্ডের সঙ্গে বানিজ্যিক সম্পর্ক গড়ছে পাকিস্তান। ইতালির ওই সংস্থার কাছ থেকে এবার হেলিকপ্টার কেনার ব্যাপারে চুক্তিবদ্ধ হল ইসলামাবাদ। বৃহস্পতিবার ইতালির রাষ্ট্রদূতের উপস্থিতিতে অগুস্তার সহযোগি সংস্থা লিওনার্দো ফিনমেকানিকার কর্তাদের চুক্তি সম্পন্ন হয়।

সংস্থার পক্ষ থেকে এ ব্যাপারে বিবৃতি দেয়া হলেও মোট ক’টি হেলিকপ্টার কিনছে পাকিস্তান, তা এখনো স্পষ্ট করে বলা হয়নি। তবে জানা গিয়েছে, অগুস্তা ওয়েস্টল্যান্ডের নির্মিত দুই ইঞ্জিন বিশিষ্ট এডব্লিউ১৩৯ হেলিকপ্টার কিনছে পাকিস্তান। এগুলি মূলত তল্লাশি অভিযান এবং উদ্ধারকাজে ব্যবহার করা হবে ইসলামাদের সরকারি সূত্র জানিয়েছে।

প্রসঙ্গত, এডব্লিউ১৩৯ হেলিকপ্টার ব্যবহারে পাকিস্তানের অভিজ্ঞতা রয়েছে। এই মুহূর্তে তাদের হাতে রয়েছে প্রায় ১৫টি হেলিকপ্টার। যেগুলি মূলত নাগরিক পরিষেবার ক্ষেত্রে ব্যবহার করে আসছে পাকিস্তান। যদিও এর আগে চীন এবং আমেরিকার থেকে এই কপ্টার কেনার কথা ছিল তাদের। তাদের বাদ দিয়ে বলাচলে শত্রুদেশ ভারত থেকেই হেলিকপ্টার কেনার চুক্তি হয়েছে।
২৭ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে