আন্তর্জাতিক ডেস্ক : শপথগ্রহণের পর কী খাওয়ালেন মমতা তা জানার আগ্রহ অনেকেরই। সবার জন্য অবশ্য নয়, ভিআইপি হিসেবে আমন্ত্রিতদের জন্য বরাদ্দ ছিল খাবার।
সমাজের নামি ব্যক্তিত্বরা ভিআইপি হিসেবে আমন্ত্রিত ছিলেন মমতার শপথ অনুষ্ঠানে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রেড রোডে রাজকীয় মঞ্চে দাঁড়িয়ে এদিন শপথবাক্য পাঠ করলেন তিনি। তাকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।
মমতা ছাড়া তার মন্ত্রিসভার ৪২জন সদস্য শপথ গ্রহণ করেন। প্রতি দফায় পাঁচজন করে মন্ত্রী শপথ নিলেন।
পূর্ণমন্ত্রী হিসেবে যেসব উল্লেখযোগ্য নতুন মুখ শপথ নিলেন, তাদের মধ্যে ছিলেন শুভেন্দু অধিকারী, শোভন চট্টোপাধ্যায়, আব্দুর রেজ্জাক মোল্লার মতো মন্ত্রীরা।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন এশিয়ান অল স্টার-খ্যাত গোলকিপার অতনু ভট্টাচার্য, প্রাক্তন লেফট ব্যাক অলক মুখোপাধ্যায়, কম্পটন দত্ত, গৌতম সরকার-সহ একাধিক প্রাক্তন ফুটবলার।
ভিআইপি হিসেবে যারা আমন্ত্রিত ছিলেন তাদের জন্য বরাদ্দ ছিল মশলা দেয়া কাজুবাদাম, দুটো ভিন্ন ধরনের বিস্কিট, সন্দেশ। সঙ্গে গলা ভেজানোর জন্য ছিল এক কাপ কফি।
২৭ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম