আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ চীন সাগরের একাধিক বিতর্কিত দ্বীপে পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে বেজিং৷
চীনের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, পারাসেলস দ্বীপপুঞ্জের উডি আইল্যান্ডকে মালদ্বীপের আদলে গড়ে তোলা হবে৷ পর্যটকদের কাছে আকর্ষণীয় একটি পর্যটন কেন্দ্রে হিসাবে গড়ে তোলা হবে এই দ্বীপকে৷
তিনি আরো বলেন, এই দ্বীপপুঞ্জের আরো বেশকিছু দ্বীপকেও পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে৷ সেখানে পর্যটকদের জন্য মাছ ধরা, ডাইভিং সহ নানা ব্যবস্থা রাখা হবে৷ থাকবে সিপ্লেনে করে যাতায়াতের ব্যবস্থা৷ গত বছর পারাসেলস দ্বীপে প্রায় ১৬ হাজার পর্যটক ঘুরতে গিয়েছিলেন৷ তবে এখনো পর্যন্ত চীনাদেরই এই দ্বীপে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে৷ বিদেশিরা এখনো সেখানে যাওয়ার ছাড়পত্র পায়নি৷
২০১৩ সাল থেকে বেজিং পরীক্ষামূলক ভাবে জাহাজে করে ভ্রমণের ব্যবস্থা করেছে৷ এটি খুবই জনপ্রিয় হয়েছে৷ এবার দ্বিতীয় প্রমোদ ভ্রমণের পদক্ষেপ নেয়া হচ্ছে৷
২৮ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই