সোমবার, ৩০ মে, ২০১৬, ০৪:৪২:৩৬

ইসলাম ধর্ম পরিত্যাগের জন্য চীনের হুশিয়ার

ইসলাম ধর্ম পরিত্যাগের জন্য চীনের হুশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি এক সভায় চীনের জিনজিয়াং প্রদেশের উইঘুরর শহরের মুসলমানদের ইসলাম ধর্মের শিক্ষা ত্যাগ করে সেদেশের রাজনৈতিক ব্যবস্থা "মার্কসিস্ট" মেনে চলার জন্য হুশিয়ার দিয়েছে সেদেশের প্রেসিডেন্ট।

চীনা কমিউনিস্ট পার্টির সচিব এবং সেদেশেরে প্রেসিডেন্ট 'শি জিনপিং' এক জাতীয় সভায় মুসলমানদের সম্পর্কে এধরণের গর্হিত হুশিয়ার দেয়।

চীনের প্রেসিডেন্ট আরো বলেছে, দেশেরে অভ্যন্তরে ইসলাম সহ অন্যান্য ধর্মের বিশ্বাস প্রচার করা থেকে  বিরত থাকতে হবে!

'শি জিনপিং' দাবি করেছে, দেশের বেশ কয়েকটি শহরের জন্য ইসলাম বিপদজনক এবং দেশের ভিতরে চরমপন্থি প্রভাব প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।

এছাড়াও ইসলাম ধর্ম সম্পর্কে শোচ্যর থাকার জন্য (বিশেষ করে হালাল পণ্য ও মুসলিম পর্যটক) আহ্বান জানিয়েছে।

প্রেসিডেন্ট বলেছে, পূর্বে চীনে হালাল পণ্য ব্যবহার নিষেধ ছিল; কারণ এটি বৈষম্য ও বিভেদের প্রতীক।
৩০ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জিহর/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে