বুধবার, ০১ জুন, ২০১৬, ১১:৪১:০৫

দুর্নীতিগ্রস্ত সাংবাদিকদের হত্যা করা হবে : ফিলিপাইন

দুর্নীতিগ্রস্ত সাংবাদিকদের হত্যা করা হবে : ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক : দুর্নীতিগ্রস্ত সাংবাদিকদের হত্যা করা হবে বলে হুমকি দিয়েছেন ফিলিপাইনের নবনির্বাচিত প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ হুমকি প্রদান করেন।

দক্ষিণের শহর দাভাওয়ের প্রাক্তন মেয়র দুতের্তে গত মাসে ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচিত হন। মঙ্গলবার তার নতুন মন্ত্রীসভার সদস্যদের নাম ঘোষণা করেছেন তিনি। দাভাও শহরটি এক সময় অপরাধীদের আখড়া হিসেবে পরিচিত ছিল। দুতের্তে মেয়র নির্বাচিত হওয়ার পর অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন।

তার বিরুদ্ধে অভিযোগ, তিনি শতাধিক সন্ত্রাসীকে বিনাবিচারে হত্যার নির্দেশ দিয়েছিলেন। এরপর অবশ্য শহরটিতে শান্তিশৃঙ্খলা ফিরে আসে। প্রেসিডেন্ট নির্বাচনের আগে ফিলিপাইনের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে একই ধরণের ঘোষণা দিয়েছিলেন দুতের্তে।

সাংবাদিকদের জন্য ফিলিপাইন বিশ্বের অন্যতম ঝুঁকিপ্রবণ দেশ। গত এক দশকে দেশটিতে ১৭৪ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। গত সপ্তাহেও দেশটিতে এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার দুতের্তে ফিলিপাইনের অধিকাংশ সাংবাদিক দুর্নীতিগ্রস্থ বলে উল্লেখ করেছেন। এসময় তিনি বলেন, ‘খোলাখুলি বলছি, এর আগে যাদের হত্যার শিকার হয়েছে তাদের অধিকাংশই কিছু না কিছু করেছিল। আপনি যদি কোনো অন্যায় কাজ না করেন তাহলে আপনাকে হত্যা করা হবে না। তবে আপনি যদি বাজে লোক হন, তাহলে স্রেফ সাংবাদিক হওয়ার কারণে আপনি বাঁচতে পারবেন না।’
১ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে