বুধবার, ০১ জুন, ২০১৬, ০১:০৫:০১

তীব্র লড়াই চলছে, ফালুজায় ভয়াহব বিপর্যয়

তীব্র লড়াই চলছে, ফালুজায় ভয়াহব বিপর্যয়

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের ফালুজায় ইসলামিক স্টেট বা আইএসের সাথে ইরাকি বাহিনীর তীব্র লড়াই চলছে। আইএসের নিয়ন্ত্রণে থাকা শহরটির দখল নিতে গেলে প্রচণ্ড প্রতিরোধের মুখে পড়ে ইরাকি বাহিনী।

ফালুজার শহরতলিতে নাইমিয়ায় মঙ্গলবার আইএসের জঙ্গিরা ভয়াবহ পাল্টা হামলা চালায় বলে স্বীকার করেছেন অভিযানের কমান্ডার লে.জে. আবদেলওয়াহাব আল-সাদি। তার দাবি, পরে আইএস জঙ্গিদের হটিয়ে দেয়া হয়।

আল-সাদি বলেন, ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত প্রায় ১০০ আইএস যোদ্ধা হামলা চালায়। তবে তারা গাড়ি বোমা কিংবা আত্মঘাতী হামলা চালায়নি। ইরাকি বাহিনীর হামলায় ৭৫ আইএস জঙ্গি নিহত হয়েছে বলে দাবি তার।

ইরাকি বাহিনীর ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু বলেননি আল-সাদি। তবে অন্য সূত্র আলজাজিরাকে জানায়, লড়াইয়ে ইরাকি বাহিনী এবং তাদের মিত্র শিয়া মিলিশিয়া বাহিনীর ১৫ সদস্য নিহত হয়েছে।

ফালুজা শহরটি ইরাকের রাজধানী বাগদাদ থেকে মাত্র ৫০ কিমি পশ্চিমে। এটি আইএসের অন্যতম ঘাঁটি। আইএসকে হটিয়ে ফালুজা দখলের জন্য এক সপ্তাহের বেশি সময় ধরে অভিযান চালাচ্ছে ইরাকি বাহিনী। আলজাজিরা
০১ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে