বুধবার, ০১ জুন, ২০১৬, ০৩:১৪:১৭

২৮ মামলার আসামীও হলেন প্রার্থী

২৮ মামলার আসামীও হলেন প্রার্থী

আন্তর্জতিক ডেস্ক: ভারতের বিহারে রাজ্যসভা নির্বাচনে ক্ষমতাসী বিজেপির প্রার্থী করা হয়েছে গোপাল নারায়ণ সিং (৭২)কে। তার বিরুদ্ধে অন্তত ২৮টি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে হত্যা চেষ্টার মামলাও। তিনি টানা আটবার বিহার বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছেন। এমন একজন ব্যক্তিকে বিজেপি প্রার্থী করায় ব্যাপক সমালোচনা হচ্ছে।

শুক্রবার উচ্চকক্ষের জন্য বিহার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করবে ৫ জন প্রার্থীকে। তার মধ্যে গোপাল নারায়ণ একজন।

রাজ্যে দলীয় মনোনয়নের ক্ষেত্রে তিনি রাজ্যের বিজেপি প্রধান সুশীল কুমার মোদিকে পরাজিত করেছেন। এ জন্য তিনি অবশ্য কৃতীত্ব দিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসকে।

তিনি বলেছেন, তারাই আমার পক্ষে কাজ করেছে। আমি সংঘ পরিবারের একজন কর্মী। আমার কাজ দেখে দল ও সংঘ আমাকে রাজ্যসভার জন্য মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
০১ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে