বুধবার, ০১ জুন, ২০১৬, ০৫:৫২:৫৫

মসজিদে বোমা হামলার সাথে জড়িত ব্যক্তির মৃত্যুদণ্ড দিল আদালত

মসজিদে বোমা হামলার সাথে জড়িত ব্যক্তির মৃত্যুদণ্ড দিল আদালত

আন্তর্জাতিক ডেস্ক : গত বছরের জুন মাসে কুয়েতের শিয়া মসজিদে হামলার ঘটনার সাথে জড়িত ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ঐ বিস্ফোরণে ২৬ জন শিয়া মুসল্লি প্রাণ হারিয়েছিলেন।

Meadle east eye এর বরাত দিয়ে ইকনার এক প্রতিবেদনে জানা যায়, আত্মঘাতী ব্যক্তিকে ইমাম সাদিক (আ.) মসজিদ পর্যন্ত নিয়ে যাওয়া ড্রাইভার আব্দুর রহমান সাবাহ সৌদকে মৃত্যুদণ্ড দিয়েছে কুয়েতের ঐ আদালত।

আদালত ৪ জন নারীসহ অপর ৬ জনকে ১৫ বছর কারাদণ্ড প্রদান করেছে এবং অভিযুক্ত অপর ১৫ জনকে খালাস দিয়েছে।

৭ জন নারীসহ অপর ২৯ জন এ হামলায় সহযোগিতার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে। দোষীদের মধ্যে কুয়েতে অবৈধভাবে এক্সপ্লোসিভ বেল্ট পাচারকারী ৪ জন সৌদি নাগরিক।

কুয়েতের রাজধানীতে অবস্থিত ঐ মসজিদে গত বছরের রমজান মাসের বিস্ফোরণকে কুয়েতের ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত দিন হিসেবে নাম করা হয়েছে। ঐ বিস্ফোরণে ২৬ জন শিয়া প্রাণ হারান।

উল্লেখ্য, সন্ত্রাসী গোষ্ঠি আইএস এ হামলার দায় স্বীকার করেছিল।
১ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে