বুধবার, ০১ জুন, ২০১৬, ০৬:১৭:৩১

কয় বিষয়ের পরীক্ষা না জানলেও উচ্চমাধ্যমিকে প্রথম!

কয় বিষয়ের পরীক্ষা না জানলেও উচ্চমাধ্যমিকে প্রথম!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিহারে উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট ৫০০ নম্বরের মধ্যে ৪৪৪ পেয়ে কলা বিভাগে প্রথম হয়েছে রুবি রাই।  ১৭ বছরের এই ছাত্রীর দাবি, রাষ্ট্রবিজ্ঞানে খাবার বানানোর বিষয়ে পড়ানো হয়।

শুধু তাই নয় রাষ্ট্রবিজ্ঞানকে ইংরাজিতে ‘প্রোডিক্যাল সায়েন্স’ বলা হয় বলেও জানিয়েছে রুবি।  এখানেই শেষ নয়, ৪৮৫ পেয়ে বিজ্ঞান শাখায় প্রথম হওয়া ছাত্র জানে না জলের সঙ্গে H2O-এর সম্পর্ক।

একইসঙ্গে কলা বিভাগের প্রথম রুবি জানে না ক’টা বিষয়ে সে পরীক্ষা দিয়েছিল।  দু’জনেই ভবিষ্যতে আইএএস হওয়ার স্বপ্ন দেখছে।

স্থানীয় টেলিভিশন চ্যানেলে এই দুই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সাক্ষাৎকার প্রকাশিত হওয়ায় প্রকাশ্যে আসে বিহারের সরকারি শিক্ষাব্যবস্থার বেহাল দশা।

ওই রাজ্যের শিক্ষামন্ত্রী অশোক চৌধুরী বিহারে ‘শিক্ষা মাফিয়া’দের কথা স্বীকার করে নিয়েও বলেছেন, কয়েকজনের জন্য সমগ্র ব্যবস্থাটিকে কাঠগড়ায় তোলা ঠিক নয়।

ওই দুই পরীক্ষার্থীর উত্তরপত্র ফের পরীক্ষা করে দেখার নির্দেশ দিয়েছেন তিনি।  সেইসঙ্গে তিনি বলেছেন, হয়তো অন্য কেউ ওই দুই পরীক্ষার্থীর হয়ে পরীক্ষা দিয়েছিল।  কিংবা পরীক্ষার পরে উত্তরপত্র বদল করা হয়েছিল।  সূত্র : কলকাতা২৪
১জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে