বৃহস্পতিবার, ০২ জুন, ২০১৬, ০৫:৩২:০৮

‘‌লাইক’‌ যেন চকোলেট খাওয়া‌!

‘‌লাইক’‌ যেন চকোলেট খাওয়া‌!

আন্তর্জাতিক ডেস্ক: কিশোর-‌কিশোরীদের মধ্যে ফেসবুকে লাইক পাওয়ার অনুভূতিটা ঠিক কেমন?‌ ব্যাখ্যা করলেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাঁদের মতে চকোলেট খাওয়া কিংবা অভিভাবকদের কাছ থেকে অপ্রত্যাশিতভাবে টাকা পাওয়ার মতোই মধুর অনুভূতি সৃষ্টি করে ফেসবুকে বিপুল সংখ্যক লাইক। ১৩ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত ৩২জন সোশাল মিডিয়ায় আসক্ত কিশোর-‌কিশোরীদের মধ্যে চালানো হয়েছিল এক সমীক্ষা।

ফেসবুকের ছবিতে বিপুল সংখ্যক লাইক পড়ার পরে তাদের মস্তিষ্কের স্ক্যানিংও করা হয়। সেখানেই দেখা যায়, গড়ে ১২ মিনিট ধরে তাঁদের মস্তিষ্কের কোষ চকোলেট খাওয়া কিংবা অর্থপ্রাপ্তির অনুভূতির মতোই উত্তেজিত হয়। লাইক পাওয়ার জন্য নানারকম ক্ষতিকারক নেশাতেও আসক্ত হচ্ছে তারা। গবেষকদের দাবি, লাইক পেতে তাঁরা নেশার দ্রব্য নিয়েও ছবি তুলতে পিছপা হচ্ছে না। পরে সেই নেশাতেই ডুবে যাচ্ছে।‌‌-আজকাল

২জুন,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে