বৃহস্পতিবার, ০২ জুন, ২০১৬, ০৪:০৪:২৩

প্রেসিডেন্টের নৈশভোজে অগ্নিকাণ্ড

 প্রেসিডেন্টের নৈশভোজে অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার একটি অনুষ্ঠানে আতশবাজি থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  

গতকাল বুধবার রাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় হাম্বানটোটায় সৈকতের একটি বিলাসবহুল অবকাশ যাপনকেন্দ্রে এ ঘটনা ঘটে।  এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এএফপির খবরে জানানো হয়, ৩০০ কক্ষবিশিষ্ট শাংরি-লা রিসোর্টের সুইমিং পুলের কাছে এ ঘটনা ঘটে।  এ ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।

হংকংভিত্তিক একটি প্রতিষ্ঠানের জনসংযোগপ্রধান ইলোনা ইম বলেন, অনুষ্ঠান চলাকালে আতশবাজি থেকে সুইমিং পুলের কাছে রাখা শুকনো খড়ে আগুন ধরে যায়।  

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।  ঘটনাস্থলের পাশে থাকা দমকল বাহিনী ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

হোটেল কর্তৃপক্ষ বলছে, প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা একটি ব্যক্তিগত নৈশভোজে অংশ নেয়ার জন্য এ হোটেলে এসেছিলেন।

প্রেসিডেন্টের মুখপাত্র ধর্মশ্রি বান্দারা বলেন, যখন আতশবাজি চলছিল, তার ঠিক আগ মুহূর্তে প্রেসিডেন্ট হোটেলের ভেতরে চলে গিয়েছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, আগুন লাগার মুহূর্তে প্রেসিডেন্টকে দ্রুত অন্যত্র সরিয়ে নেয়া হয়।  তবে তার নিরাপত্তা রক্ষীরা বলছেন, ওই সময় প্রেসিডেন্টকে হোটেলের অন্য একটি অংশে নিয়ে যাওয়া হয়েছিল।  পরে তিনি নৈশভোজ শেষে হোটেল ত্যাগ করেন।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ।
২ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে