বৃহস্পতিবার, ০২ জুন, ২০১৬, ০৬:৩৫:৪৭

পরমাণু সমঝোতা নিয়ে আমেরিকার সাথে আর কোনো আলোচনা নয় : ইরান

পরমাণু সমঝোতা নিয়ে আমেরিকার সাথে আর কোনো আলোচনা নয় : ইরান

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, পাশ্চাত্যের সঙ্গে তার দেশের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা নিয়ে আর কোনো আলোচনা হবে না। মার্কিন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।

বুধবার সুইডেনের রাজধানী স্টকহোমে জারিফ বলেন, এটি ইরান ও আমেরিকার মধ্যে দ্বিপক্ষীয় কোনো সমঝোতা নয় যে ট্রাম্প বা অন্য কেউ এসে এটি নিয়ে আবার আলোচনা শুরু করতে পারে। এটি একটি আন্তর্জাতিক সমঝোতাপত্র যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের অন্তর্ভূক্ত হয়েছে। কাজেই এরকম একটি বিষয় নিয়ে আমেরিকার সাথে আবার আলোচনা শুরু করা সম্ভব নয়।

সম্প্রতি ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতার সমালোচনা করে বলেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে ওই সমঝোতা পর্যালোচনা করে দেখবেন এবং প্রয়োজনে বিষয়টি নিয়ে আবার আলোচনা শুরু করবেন।

তবে মার্কিন ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টন তার ভাষায় বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরার জন্য পরমাণু সমঝোতা কার্যকর ভূমিকা পালন করছে। কাজেই তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে এ সমঝোতা বহাল থাকবে।
২ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে