বৃহস্পতিবার, ০২ জুন, ২০১৬, ১১:৩১:১২

সৌদি মন্ত্রীকে ইরানের হুঁশিয়ারি, অনর্থক কথা বলা বন্ধ করুন

সৌদি মন্ত্রীকে ইরানের হুঁশিয়ারি, অনর্থক কথা বলা বন্ধ করুন

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে ইরান হস্তক্ষেপ করছে বলে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের যে দাবি করেছেন তার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

তিনি বলেছেন, “এটি অত্যন্ত ধৃষ্ঠতাপূর্ণ উক্তি এবং তিনি (জুবায়ের) যত তাড়াতাড়ি এ ধরনের অনর্থক কথা বলা বন্ধ করবেন তত তাড়াতাড়ি তেহরান-রিয়াদ সমঝোতা হবে। ইরাক যখনই চাইবে তখনই আমরা দেশটি ত্যাগ করবো।” খবর প্যারিস টুডে।

গত রোববার সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ইরাকে ইরানের সামরিক ইউনিটগুলোর উপস্থিতি ‘গ্রহণযোগ্য নয়’। এর আগে ২৬ মে আল-জুবায়ের একটি রুশ টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে ইরান হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, ইরাকে জেনারেল কাসেম সোলায়মানির উপস্থিতি রিয়াদকে উদ্বিগ্ন করে তুলেছে।

ইরানে ইসলামি গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ব্রিগেডের কমান্ডার হচ্ছেন কাসেম সোলায়মানি। ইরাকে তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে দেশটির সেনাবাহিনীকে পরামর্শ দেয়ার কাজ করছেন তিনি।

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন জাবেরি আনসারি বলেছেন, ইরাকের সরকার ও জনগণ তাদের শত্রু ও বন্ধু রাষ্ট্রগুলোকে চেনে। কাজেই এ ব্যাপারে বাগদাদকে এমন কোনো দেশের পক্ষ থেকে উপদেশ দেয়ার প্রয়োজন নেই যেটি গত দেড় দশকে ইরাকে তৎপর সন্ত্রাসবাদকে সমর্থন দিয়ে দেশটিকে অস্থিতিশীল করে রেখেছে।
২ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে