আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় রাজনীতিতে যেমন বহু চর্চা আছে, তেমনি আছে চমকও। কেউ সংবাদ সঞ্চালিকাকে বিয়ে করে চমকে দিচ্ছেন আবার কেউ বিয়ের পর স্ত্রীকে লোকসভায় নিয়ে যাচ্ছেন। সব কিছু মিলিয়ে ভারতীয় রাজনীতির মহিমা যেন অন্যরকম।
সেখানে যেমন অভিনেতা অভিনেত্রীরাও চুটিয়ে রাজনীতি করেন, আবার রাজনৈতিক ব্যক্তিদের স্ত্রীরাও অনেকে গর্জিয়াস হন। রূপে, গুনে কম যান না কারও তুলনায়।
যে সব রাজনীতিবিদদের সুন্দরি স্ত্রী রয়েছেন, তার মধ্যে অন্যতম হলেন শচীন পাইলট। ফারুক আবদুল্লার মেয়ে সারা আবদুল্লাকে ২০০৪ সালে বিয়ে করেন শচীন পাইলট। রাজনৈতিক পরিবারের সন্তান এবং রাজনৈতিক পরিবারের বউ হওয়া সত্ত্বেও সারা কিন্তু নিজের জায়গায় অন্যন্য। আর তাই, রাজনীতিতে সরাসরি না থেকেও, তিনি কিন্তু খবরের শিরোনামে।
অখিলেশ যাদব-ডিম্পল যাদব : রাজনীতির ময়দানে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর স্ত্রী ডিম্পল কিন্তু বেশ পরিচিত। বর্তমানে লোকসভার সাংসদও তিনি। কনৌজ লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন তিনি। ১৯৯৯ সালের ২৪ নভেম্বর দিম্পলের সঙ্গে বিয়ে হয় অখিলেশের।
জ্যোতিরাদিত্য মাধবরাও সিন্ধিয়া-প্রিয়দর্শিনী সিন্ধিয়া : জ্যোতিরাদিত্যর ঘরণী সুন্দরি প্রিয়দর্শিনী। বর্তমানে তাদের দুই সন্তান রয়েছে।
শত্রুঘ্ন সিনহা-পুনম সিনহা : বিহারি বাবুর ‘আন্দাজ’ই আলাদা। ১৯৬৮ সালে মিস ইয়ং ইন্ডিয়া হয়েছিলেন পুনম। শত্রুঘ্ন এবং পুনমের মেয়ে সোনাক্ষী সিনহা।
শাহনাওয়াজ হুসেন-রেনু শর্মা : দু’টি ভিন্ন সম্প্রদায়ের পরিবার কখনওই শাহনাওয়াজ এবং রেনু শর্মার সম্পর্ক প্রথমে মেনে নিতে পারেনি। প্রায় ৯ বছর সম্পর্ক থাকার পর রেনুকে বিয়ে করেন শাহনাওয়াজ।
দিগ্বিজয় সিং-অমৃতা রাই : অনেক সমালোচনার পর অমৃতা রাই-কে বিয়ে করেন দিগ্বিজয়। পেশায় অমৃতা কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের তুলনায় অনেকটাই ছোট।
জয়ন্ত চৌধুরী-চারু সিং : আরজেডি নেতা জয়ন্ত চৌধুরীর সঙ্গে বিয়ে হয় সুন্দরি চারু সিংয়ের। বর্তমানে তাঁদের ২টি সন্তান রয়েছে।
৩ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন