আন্তর্জাতিক ডেস্ক : জার্মানি বলেছে, রাশিয়ার ওপর আরোপিত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সময় এখনো আসেনি। ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ে রাশিয়ার কথিত হস্তক্ষেপের অভিযোগে ওই নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইইউ। খবর প্যারিস টুডে।
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা ক্রিস্টোফ হেউসগেন বলেছেন, রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত আলোচনা অনেক আগেই উত্থাপন করা হচ্ছে। তিনি আরো বলেন, পূর্ব ইউক্রেনে সংকট চলতে থাকায় রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরো অন্তত ছয় মাসের জন্য নবায়ন করতে হবে।
ইইউ’ভুক্তি কয়েকটি দেশ রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার আহ্বান জানানোর পর এ মন্তব্য করলেন তিনি। মস্কোর ওপর আরোপিত আগের নিষেধাজ্ঞার মেয়াদ আগামী মাসে শেষ হবে।
২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া প্রজাতন্ত্রে অনুষ্ঠিত এক গণভোটের জের ধরে প্রজাতন্ত্রটিকে রুশ ফেডারেশনে একীভূত করে নেয় মস্কো। ইউক্রেন থেকে একটি প্রজাতন্ত্রের বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ওই ঘটনায় রাশিয়ার হাত থাকার অজুহাতে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন। তবে ইউক্রেন থেকে ক্রিমিয়ার আলাদা হয়ে যাওয়ার ঘটনায় নিজের হাত থাকার বিষয়টি দঢ়ভাবে প্রত্যাখ্যান করে রাশিয়া।
৩ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই