শুক্রবার, ০৩ জুন, ২০১৬, ০৫:৪২:৫৪

ভয়াবহ বন্যায় ফ্রান্স- জার্মানিতে জরুরি অবস্থা ঘোষণা

ভয়াবহ বন্যায় ফ্রান্স- জার্মানিতে জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : আপাতত দর্শকদের মোনালিসার হাসি দেখা আর হচ্ছে না৷ ভারি বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি দেখে চিন্তিত ফ্রান্স সরকার অবশেষে বিশ্বখ্যাত ল্যুভর মিউজিয়াম বন্ধ করার নির্দেশ দিল৷ আজ ৩ জুন শুক্রবার সকাল থেকেই বন্ধ করে দেয়া হয়েছে জাদুঘরের মূল ফটক৷ অমূল্য নিদর্শনের ভাণ্ডার এই জাদুঘরটি৷ বন্যার পানি ঢুকে তার বিশাল ক্ষতি হতে পারে৷ এই চিন্তায় আপাতত বন্ধ রাখা হচ্ছে ল্যুভরের দরজা৷

জলে থই থই করছে প্যারিস৷ রাস্তায় রাস্তায় ঘোলা পানি আর আবর্জনা ভেসে বেড়াচ্ছে। কোথাও কোথাও রাস্তায় নৌকা নিমিয়ে দেয়া হয়েছে। ঠিক অনেকটা প্রবল বৃষ্টির দিনে ঢাকার মতো অবস্থা৷ বন্যায় তেমনই পরিস্থিতির হলো ফ্রান্সে৷ ফুঁসে উঠেছে সিন নদীর পানি৷ দু পাড় ছাপিয়ে হু হু করে পানি ঢুকে পড়েছে ফ্রান্সের রাজধানীর অলিতে গলিতে৷ সবমিলে পানিবন্দি প্যারিসবাসী৷

ইউরোপ জুড়ে প্রবল বৃষ্টিপাত ও বন্যায় ইতিমধ্যে তলিয়ে গেছে মধ্য ইউরোপের অনেক অঞ্চল। ফ্রান্স ও জার্মানির অনেক শহর প্লাবিত হয়ে গিয়েছে৷ বন্যার কারণে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে৷ মধ্য ফ্রান্সের প্রায় ২৫ হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট  ফ্রাঁসোয়া ওলান্দ জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

জার্মানিতেও বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে৷ সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটির ব্যাভেরিয়া অঞ্চল। বেলজিয়াম সীমান্তেও বন্যা পরিস্থিতি চিন্তায় রাখছে সরকারকে৷ চলছে উদ্ধার কাজ৷
৩ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে