আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট হুডে ভয়াবহ বন্যায় পাঁচ সেনা মারা গেছে। এছাড়া, আরো চার সেনা নিখোঁজ রয়েছে।
টেক্সাস আর্মি জানিয়েছে, গতকাল ২ জুন (বৃহস্পতিবার) ফোর্ট হুডে সেনা বহনকারী একটি গাড়ি বানের তোড়ে ভেসে গেলে এসব সেনা মারা যায়। প্রচণ্ড স্রোতে সেনাবহনকারী গাড়িটি উল্টে গেলে তাৎক্ষণিকভাবে তিন সেনা মারা যায় এবং রাতের বেলায় আরো দুই সেনার লাশ উদ্ধা করা হয়। এছাড়া, তিন সেনাকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সেনা মুখপাত্র ক্রিস হগ জানিয়েছেন, নিখোঁজ চার সেনার জন্য অনুসন্ধান অব্যাহত রয়েছে। নিহত সেনাদের আত্মীয়-স্বজনকে ঘটনা জানানোর পর তাদের নাম প্রকাশের কথা রয়েছে।
গত সপ্তাহের প্রবল বৃষ্টির কারণে টেক্সাসের অংশবিশেষ বন্যার পানিতে তলিয়ে গেছে। এ পর্যন্ত সেখানে ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বৃহস্পতিবার রাতে গ্যালভেস্টোন উপসাগরের পশ্চিম উকূলের লাপোর্টে এলাকায় সর্বোচ্চ মাত্রার ভারী বৃষ্টিপাত হয়েছে।-প্যারিস টুডে
৩ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই