শুক্রবার, ০৩ জুন, ২০১৬, ০৮:০৩:১৮

এবার আমেরিকার উপর খ্যাপেছে ইরান, যুদ্ধের জন্য প্রস্তুত!

এবার আমেরিকার উপর খ্যাপেছে ইরান, যুদ্ধের জন্য প্রস্তুত!

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘চূড়ান্ত ও কঠিন সংঘর্ষে’ যেতে প্রস্তুত রয়েছে ইরান। এ হুমকি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাযায়েরি। মার্কিন ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টন তেহরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার হুমকি দেয়ার পর জেনারেল জাযায়েরি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

গতকাল (বৃহস্পতিবার) হিলারি ক্লিন্টন যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোতে দেয়া এক ভাষণে বলেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে প্রয়োজনে সামরিক পদক্ষেপ নিয়ে ইরানকে নিরস্ত্র করা হবে।

এর প্রতিক্রিয়ায় জেনারেল জাযায়েরি বলেন, ইরানের বিরুদ্ধে সব ধরনের ব্যবস্থা নেয়ার পথ খোলা রয়েছে বলে যে বক্তব্য দেয়া হয় তা সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্রে প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। তারপরও আমেরিকার বিরুদ্ধে চূড়ান্ত ও শক্ত যুদ্ধে জড়ানোর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছেন তেহরান।
৩ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে