রবিবার, ০৫ জুন, ২০১৬, ০৫:২৫:৩০

আবহাওয়ার পূর্বাভাস দিতে এবার বিমান কিনছে ভারত

আবহাওয়ার পূর্বাভাস দিতে এবার বিমান কিনছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : সকালে অফিসে বা কোনো কাজে বাসার বাহিরে যাওয়ার পূর্বে অনেকই চেষ্টা করেন আবহাওয়ার রিপোর্ট দখে বাহির হতে। আজকের আবহাওয়া কেমন থাকবে এই নিয়ে অনেকের মাঝেই জল্পনা হয়ে থাকে। কিন্তু তাতে আল লোভ হলো কোথায়? আবহাওয়া অফিসের খবর যেন কোনো দিনই ঠিক হয় না! তবে এবার থেকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসকে আর অবহেলা করবেন না। কারণ, আবহাওয়ার হাল-হকিকত্‍ আরো নির্ভুল ভাবে জানতে এবার বিশেষ বিমান কিনতে চলেছে ভারত।

পিটিআই-এর বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মাসের মধ্যেই এই বিমানের জন্য গ্লোবাল টেন্ডার ডাকবে পুনের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটেরোলজি (আইআইটিএম)। আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে এই বিশেষ বিমানের ব্যবহার শুরু হয়ে যাবে বলে সেই প্রতিবেদনে জানিয়েছে কেন্দ্রীয় ভূ-বিজ্ঞান মন্ত্রী হর্ষ বর্ধন। কেন্দ্রীয় ভূ-বিজ্ঞান মন্ত্রনালয়ের অধীনস্থ আইআইটিএম-এর এই বিমানটি কিনতে আনুমানিক খরচ হতে পারে ১৫০ কোটি টাকা।

বিশ্বে হাতে গোনা কয়েকটি দেশেরই এমন বিমান রয়েছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভারতই হবে একমাত্র দেশ, যাদের আবহাওয়ার পূর্বাভাস জানাতে নিজস্ব বিমান থাকবে। বর্তমানে ভারত অন্য রাষ্ট্রের কাছ থেকে এই বিমান ভাড়া নিয়ে কাজ চালায়। কিন্তু নিজস্ব প্লেন এসে গেলে আবহাওয়া বিশেষজ্ঞরা নিজেদের মতো করে গবেষণা করতে পারবেন।

এই প্লেনে আবহাওয়া নিয়ে চর্চা করার সবরকম আধুনিক সরঞ্জাম থাকবে। বায়ুমণ্ডলের উপরের স্তরের অবস্থা নির্ভুল ভাবে জানাতে পারবে এই প্লেন। প্লেনে ৩-৪ জনের বসার ব্যবস্থা থাকবে।
৫ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে