আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের স্বেচ্ছাসেবক বাহিনীর কমান্ডার হাদি আল-আমেরি বলেছেন, উগ্র তাকফিরি সন্ত্রাসী মতবাদের জন্ম হয়েছে সৌদি আরবে বলে আঙ্গুল তুলে ইশারা করলেন।
ইরানের প্রেস টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারের বরাত দিয়ে প্যারিস টুডের এক প্রতিবেদনে জানানো হয়, বাদ্র সংগঠনের প্রধান হাদি আমেরি এ কথা বলেছেন। পারস্য উপসাগরীয় এলাকার কয়েকটি আরব দেশের সমালোচনা নাকচ করে তিনি বলেন, “বিরোধীরা কে কি বলল তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয় কারণ আমরা তাদেরকে সন্ত্রাসের জন্মদাতা বলে মনে করি।”
ইরাকের এ কমান্ডার স্পষ্ট করে বলেন, “পারস্য উপসাগরীয় আরব দেশগুলো সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের সমর্থন দেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারাই সিরিয়ায় সন্ত্রাসবাদ ও রক্তপাতকে সমর্থন করছে। সিরিয়ায় এ পর্যন্ত যে ক্ষয়ক্ষতি ও ধ্বংসযজ্ঞ হয়েছে তার জন্য কয়েকটি আরব দেশ বিশেষ করে সৌদি আরব দায়ী। এসব কারণে আমরা এসব আরব দেশের সমালোচনাকে পাত্তা দিতে চাই না।”
৫ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই