সোমবার, ০৬ জুন, ২০১৬, ১১:২১:১৪

মোহাম্মদ আলীকে ঘিরে এখন টালমাটাল যুক্তরাষ্ট্রের রাজনীতি

মোহাম্মদ আলীকে ঘিরে এখন টালমাটাল যুক্তরাষ্ট্রের রাজনীতি

আন্তর্জাতিক ডেস্ক : আসছে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের রাজনীতির মাঠ এখন গরম হচ্ছে সদ্য প্রয়াত মুষ্টিযোদ্ধা মুহাম্মদ আলীকে ঘিরে। তাকে নিয়ে বাকযুদ্ধে লিপ্ত হয়েছেন রিপাবলিকান ও ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীরা।

মুহাম্মদ আলীকে শ্রদ্ধা জানাতে গিয়ে সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ছিলেন সত্যিকারার্থেই একজন মহান চ্যাম্পিয়ন, যাকে সবাই মিস করবে। এ বক্তব্যে প্রেক্ষাপটে ডেমোক্রেটিক দলের একজন মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স ট্রাম্পকে একজন হঠকারী হিসেবে অভিহিত করেন।

গত বছর ডোনাল্ড ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপের দাবী জানিয়েছিলেন তখন তার নিন্দা করেছিলেন মুহাম্মদ আলী।

ডেমোক্রেটিক পার্টির আরেক মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন বলেছেন, ট্রাম্পের যে কৃতকর্ম এবং তার নিজের মুখের যেসব কথা, সেসব দিয়েই তার বিচার করা উচিত।

দাফন থাকবে উন্মুক্ত:
মুহাম্মদ আলীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, আগামী শুক্রবার তার দাফন উপলক্ষে এক বিরাট শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এতে থাকবে সবার জন্য উন্মুক্ত।

আলীর নিজের শহর কেন্টাকির লুইসভিলে অনুষ্ঠিত হবে এই শেষকৃত্য। এর আগে বৃহস্পতিবার তার পরিবার নিজস্ব একটি শেষকৃত্যের আয়োজন করবে।
০৬ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে