আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্রিটেনসহ বিশ্বের মুসলিম সম্প্রদায়কে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। রবিবার প্রধানমন্ত্রীর অফিস ১০ ডাউনিং স্ট্রিট থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় ডেভিড ক্যামেরন বলেন, পবিত্র রমজান এমন একটি সময় যখন মসজিদগুলো তাদের দরজা খুলে দেয়, কমিউনিটি সেন্টারগুলো প্রতিবেশীদের স্বাগত জানায়। এমনকি সিনাগগ ও চার্চগুলোও মুসলিম রোজাদারদের ইফতারের জন্য তাদের জায়গা ছেড়ে দেয়। এতে সবার সঙ্গে বন্ধন আরও বেড়ে যায়।
তিনি বলেন, এই মাসে মুসলমানদের ধর্ম বিশ্বাসের একটি পরীক্ষা। এই মাসে রোজাদাররা নিজেদের ইবাদতের পাশাপাশি দানের হাত প্রসারিত করেন। অসহায়ের পাশে এসে দাঁড়ান।
ব্রিটিশ প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আসুন আমরা কমিউনিটির অনুষ্ঠান ও ইফতারে মিলিত হই। চলুন ভিন্ন ভিন্ন জাতি ও ভিন্ন ভিন্ন মতে বিশ্বাসীরা আমাদের গর্বকে একসঙ্গে উদযাপন করি। ব্রিটেন ও বিশ্বের সব মুসলমানকে রমজানের শুভেচ্ছা।’
০৬ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম