আন্তর্জাতিক ডেস্ক : আপনি ছাপোষা মানুষ। আপনার ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট অ্যাকাউন্ট হ্যাক হলে নানা রকম স্টেটাস আপডেট দেন, বন্ধুদের ফোনে জানান, সাফাই দিতে থাকেন নাগাড়ে।
কিন্তু এইবারে যা পড়বেন, তাতে চোখ কপালে উঠবে। ফেসবুকের সিইও মার্ক জুকেরবার্গের টুইটার এবং পিন্টারেস্ট অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল গত উইকএন্ডে! ‘আওয়ারমাইন টিম’ নামে একটি হ্যাকার গ্রুপ দাবি করে, তারা জুকেরবার্গের টুইটার এবং পিন্টারেস্ট অ্যাকাউন্ট হ্যাক করতে পেরেছে। টুইটারের মাধ্যমে জুকেরবার্গের সোশ্যাল মিডিয়ায় অন্যান্য অ্যাকাউন্টের চাবিকাঠিও তারা পেয়েছে বলে দাবি করে সংস্থাটি। গোষ্ঠীটির টুইটার অ্যাকাউন্ট আপাতত বাতিল করা হয়েছে।
কীভাবে এই হ্যাক হল, তা নিয়ে সবিস্তারে কিছু জানানো হয়নি। তবে ‘আওয়ারমাইন টিম’-এর দাবি, কয়েক সপ্তাহ আগে যে লিংকডইন পাসওয়ার্ড ডাম্প হয়েছিল, তার থেকেই তারা জুকেরবার্গের সোশ্যাল অ্যাকাউন্টগুলির হদিশ পায়।
গত মাসেই লিংকডইন খেয়াল করে যে, প্রায় ১০০ মিলিয়ন ইউজারের ইমেল এবং হ্যাশড পাসওয়ার্ড প্রকাশিত হয়ে গিয়েছে। সে কারণে তারা ইউজার অ্যাকাউন্ট ইনভ্যালিডেট করে দেয়। এই পাসওয়ার্ড ফাঁস হওয়ার ঘটনাটি ঘটেছিল ২০১২ সালে।
মনে করা হচ্ছে, যে সব তথ্য ফাঁস হয়েছিল, তার মধ্যেই জুকেরবার্গের বিভিন্ন পাসওয়ার্ড ছিল। পরে ফেসবুকের তরফে জানানো হয়, জুকেরবার্গের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হাত দিতে পারেনি হ্যাকাররা। যে অ্যাকাউন্টগুলি হ্যাক করা হয়েছিল, তা-ও রেস্টোর করা সম্ভবত হয়েছে। সূত্র: এবেলা
৬ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন