সোমবার, ০৬ জুন, ২০১৬, ০৬:৩৭:০৩

বাজারে ট্রাম্প টয়লেট পেপারের রমরমা ব্যবসা!

বাজারে ট্রাম্প টয়লেট পেপারের রমরমা ব্যবসা!

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতি বিরক্তি প্রকাশ করে এবার তৈরি করা হলো টয়লেট পেপার! চীনের একটি টিসু প্রস্তুতকারী কোম্পানি ট্রাম্পের মুখের ছবি দেয়া টয়লেট পেপার তৈরি করে। আর আমেরিকার বাজারেই এখন এই টিসুর রমরমা ব্যবসা হচ্ছে। দোকানে এসেই লোকে নাকি ট্রাম্প টয়লেট টিসুর খোজ করছে। ট্রাম্পবিরোধী এই আন্দোলনে চীনের আরো কয়েকটি কোম্পানির স্লোগান, 'ডাম্প উইথ ট্রাম্প।'

কয়েকদিন আগে চীনের ওপর ক্ষোভ প্রকাশ করার কারণেই চীনের শত্রু হতে হয় ডোনাল্ড ট্রাম্পকে। তার অভিযোগ ছিল, আমেরিকার কর্মসংস্থান চুরি করে আমেরিকার বাজারই দখলে নিয়েছে চীন। চীনের সংবাদমাধ্যম সিনহুয়ার দাবি, এই অভিযোগের তীব্র প্রতিবাদ জানাতেই চীনের বিভিন্ন কোম্পানি ট্রাম্প টয়লেট পেপার তৈরি করা শুরু করেছে। এই টয়লেট পেপারে থাকছে ট্রাম্পের বিভিন্ন এক্সপ্রেশনের মুখের ছবি।

চীনের একটি কোম্পানির দাবি, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে দেদার বিক্রি হচ্ছে এই ট্রাম্প টয়লেট পেপার। তাদের কাছে ইতোমধ্যেই ৫০টা অর্ডার রয়েছে। এর মধ্যে অনেকের অর্ডার ৫,০০০ রোলেরও বেশি। আর বেশিরভাগ অর্ডারই করেছেন মার্কিন ক্রেতারা।

মার্কিন মহিলা জাতীয় সকার দলের সদস্য সিডনি লিরাক্স ট্রাম্প টয়লেট পেপারের অন্যতম ক্রেতা। মে মাসে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে সেই টয়লেট পেপারের একটি ছবিও পোস্ট করেছিলেন তিনি। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, 'আমার স্বামী এখনই আমার বাড়ির জন্য একগুচ্ছ এই টয়লেট পেপার অর্ডার করলেন। আমি ওঁকে খুব ভালোবাসি।
৬ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে