সোমবার, ০৬ জুন, ২০১৬, ০৮:৫৭:৪৭

হিটলারের আরো এক ভাইয়ের সন্ধান!

হিটলারের আরো এক ভাইয়ের সন্ধান!

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রীয় বংশোদ্ভূত জার্মান রাজনীতিবিদ অ্যাডলফ হিটলার ১৮৮৯ সালের ২০ এপ্রিল জার্মানির সীমান্তবর্তী ব্রাউনাউ-আম-ইন গ্রামে জন্মগ্রহন করেন। তার বাবার নাম ছিল Alois ও মায়ের নাম ছিল Klaaraa. যতটুকু জানা যায়, আলোইসের মা মারিয়া আন্না ও সিকেলগ্রাবার প্রতিবেশি মিলশ্রমিক জোয়ান জর্জ হিটলারের মিলিত ফসল এই আলোইস হিটলার। সে হিসেবে হিটলারের দাদা ছিলেন একজন ইহুদি।

তবে এতদিন ধরে সবাই নাজতো হিটলারের ভাইবোনের সংখ্যা ছিল ছয়জন। সম্প্রতি জার্মানির এক ইতিহাসবিদ জানিয়েছেন, হিটলাররা মোট ছিল সাত ভাইবোন। তিনি জানান, হিটলারের আরো এক ভাই ছিল। হিটলারের বয়স যখন তিন বছর তখন তার ওই ভাই মারা যায়।

অ্যাডলফ হিটলারের ছোট ওই ভাইয়ের নাম ছিল অটো হিটলার। জন্মের এক সপ্তাহ পরে মস্তিষ্কের হাইড্রোসিফালিস রোগে আক্রান্ত হয়ে যায় অটো। ইতিহাসবিদদের মতে, জার্মানির নাৎসিবাদী সমরনায়ক হিটলারেরা মোট ছয় ভাইবোন ছিলেন। তবে তাদের মধ্যে প্রাপ্তবয়স্ক হতে পেরে ছিলেন মাত্র দুইজন। বাকি সবাই ছোটবেলাতেই বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যায়।

তবে যদি সত্যিই হিটলারের অটো নামের কোনো ভাইয়ের জন্ম হয়ে থাকে তবে তার ভাইবোনের সংখ্যায় পরিবর্তন আসবে। কোটাঙ্কো নামের জার্মান ওই ইতিহাসবিদ জানান, ১৮৮৭ সালের ১৭ জুন জন্ম নিয়েছিল হিটলারের ছোট ভাই অটো।

হিটলার ডাক নাম ছিলো "এডি" তিনি তার বাবার ৩য় বিয়ের সন্তান। বড় হয়ে ইচ্ছে ছিলো চিত্রশিল্পী হবেন, কিন্তু ভিয়েনা আর্ট একাডেমি এক্সামে ২বারই ফেল করেন।

ব্রেস্ট ক্যানসারে মায়ের মৃত্যুর পর হিটলার ভিয়েনার রাস্তায় নিজের আঁকা পোস্ট কার্ড বিক্রি করতেন, বলা হয় তার ইহুদি বিদ্বেষ সূচনা এখানেই, মায়ের ইহুদি ডাক্তারের ভুল চিকিৎসা বা, ভিয়েনায় ইহুদি দ্বারা নির্যাতন।
৬ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে