মঙ্গলবার, ০৭ জুন, ২০১৬, ০২:৩৫:৫৭

প্রতিদিন ২৪ কি.মি সাইকেল চালিয়ে স্কুলে যেতেন নিলু

প্রতিদিন ২৪ কি.মি সাইকেল চালিয়ে স্কুলে যেতেন নিলু

আন্তর্জাতিক ডেস্ক : অসম্ভবকে সম্ভব করার মতোই রেকর্ড বলা যায়। প্রতিকূলতাকে জয় করেছে ১৬ বছরের এই কিশোরী। ভারতের মানচিত্রে ঝাড়খণ্ডের লাতেহার জেলার কর্মাতন্দ গ্রামটি একটি বিন্দুর থেকেও ছোট মনে হবে খালি চোখে দেখলে।

মাওবাদী অধ্যুষিত গ্রামটিকে চিনতো না ওই রাজ্যেরই অনেকে। কিন্তু এখন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির রাজ্যে সকলের মুখে মুখে ঘুরছে কর্মাতন্দ গ্রামের কথা। কারণ হল এই বছর মাধ্যমিক পাশ করা ছাত্রী নিলু কুমারী। যে রোজ স্কুলে যাতায়াতের জন্য ২৪ কিমি সাইকেল চালাতো। এই বছর মাধ্যমিকে প্রথম বিভাগে পাশ করেছে নিলু।

মাওবাদী অধ্যুষ্যিত গ্রামটিতে ছিল না স্কুল। একইসঙ্গে এখনও পৌঁছায়নি বিদ্যুৎ। এই সমস্ত প্রতিকূলতাকে জয় করেছে দলিত পরিবারের কন্যা নিলু কুমারী। নিজের সাফল্যের পিছনে মা এবং দাদার বিশেষ অবদান রয়েছে বলে জানিয়েছে নিলু।

বাড়ি থেকে ১২কিমি দূরে ফুলসু গ্রামে অবস্থিত স্কুলে যাওয়া জন্য ভরসা ছিল রাজ্য সরকার থেকে দেওয়া সাইকেল। স্কুল শুরু হওয়ার দু’ঘণ্টা আগেবাড়ি থেকে রওনা দিতে হতো নিলুকে। ছুটির পর স্কুলেই ‘হোমওয়ার্ক’ সেরে ফিরতে হতো। কারণ বাড়িতে আলোর অভাবে লেখাপড়া বেশ কষ্টকর। এইভাবেই মাধ্যমিকে প্রথম বিভাগ পেয়ে তাক লাগিয়ে দিয়েছে নিলু। গ্রামের আরও ১৭ জনের অনুপ্রেরণাও এখন এই নিলু।

৭ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে