মঙ্গলবার, ০৭ জুন, ২০১৬, ০৬:০১:০২

মা ও মেয়ের একই প্রেমিক, ঈর্ষায় মেয়েকে খুন করলেন মা!

মা ও মেয়ের একই প্রেমিক, ঈর্ষায় মেয়েকে খুন করলেন মা!

আন্তর্জাতিক ডেস্ক : মা ও মেয়ের একই প্রেমিক। প্রেমিকের নাম নিজের হাতে খোদাই করে নিয়েছে মেয়ে। তা সহ্য করতে না পেরেই ঈর্ষাবশত মেয়েকে খুন করেছে মা। শুধু তাই নয়। নিজের দোষ ঢাকতে মেয়ে আত্মহত্যা করেছে বলেও সবাইকে জানিয়েছে সে। ভারতের চণ্ডীগড়ের এক মহিলার নামে এমনই অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই মহিলা ও যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, অভিযুক্ত মহিলার সঙ্গে ফেসবুকে আলাপ হয় ওই যুবকের। আরবের বাসিন্দা ওই যুবকের সঙ্গে গতবছর আলাপ হয় তার। আলাপের দু’মাস পরই দেশে ফেরে ওই যুবক। তখন পরিচয় হয় ওই মহিলার মেয়ের সঙ্গে। তার সঙ্গেও তৈরি হয় সম্পর্ক। আর এনিয়েই মা ও মেয়ের মধ্যে বিরোধ বাঁধে। আগেই অভিযুক্ত মহিলার স্বামীর মৃত্যু হয়েছিল বলে জানা গেছে।

এরপর একদিন মাকে নিজের প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে মেয়ে। তা নিয়েও ঝগড়া হয় দু’জনের মধ্যে। তারপরই সে নিজের হাতে খোদাই করিয়ে নেয় প্রেমিকের নাম। মেয়ের হাতে নিজের প্রেমিকের নাম দেখে আর মাথা ঠিক রাখতে পারেনি অভিযুক্ত। নিজের মেয়েকেই খুন করে বলে অভিযোগ। ঘটনাটি চাপা দিতে মেয়ের নামে একটি সুইসাইড নোট লিখে বিষয়টি আত্মহত্যা বলে চালাতে চায় সে। পুলিশ ওই নোটটি উদ্ধার করেছে।   

৭ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে