আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দল থেকে মনোনয়ন পাওয়া হিলারি ক্লিনটনের দেবর রজার ক্লিনটনকে গ্রেফতার করেছে পুলিশ। ক্যালিফোর্নিয়ায় মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
রজারকে পুলিশ রেডন্ডো সৈকত থেকে গ্রেফতার করে। পরে ১৫ হাজার ডলার জামানতে তিনি জামিন পান। তবে আগামী ২ সেপ্টেম্বর রজারকে আদালতে উপস্থিত হতে হবে। রজার ক্লিনটন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও হিলারির স্বামী বিল ক্লিনটনের ছোট ভাই।
পুলিশ জানিয়েছে, কেউ বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছে এমন ফোন পেয়ে রজারকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর তাকে রেডন্ডো সৈকতের কারাগারের নেওয়া হয়। সেখানে তিনি যে কোনও ধরনের ক্যামিকেল টেস্ট করাতে অস্বীকৃতি জানান।
এর আগে ২০০১ রজার ক্লিনটন মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। ১৯৮০ দশকের মাদক মামলার অভিযোগে দণ্ডপ্রাপ্ত রজারকে মেয়াদের শেষ সময়ে ক্ষমা ঘোষণা করেন ওই সময়ের প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
৭ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন