আন্তর্জাতিক ডেস্ক : হারের লজ্জা বা কাঙ্ক্ষিত সাফল্য না মিললেই নিজেকে শেষ করার একটা প্রবণতা ক্রমশই যেন বৃদ্ধি পাচ্ছে। এরকম একটি ঘটনাই ঘটেছে ভারতের মহারাষ্ট্রের রত্নগিরির দাপোলি তালুকার আপটি গ্রামে।
এ গ্রামেরই বাসিন্দা প্রাচী ঘড়বলে এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
গতকাল এসএসসি পরীক্ষার ফল বেরোয়। এ পরীক্ষায় সে ৮৫ শতাংশ নম্বর পাবে বলে আশা করেছিল। কিন্তু ফল প্রকাশের পর দেখা যায়, সে ৮০ শতাংশ নম্বর পেয়েছে।
তাই এত নম্বর পেলেও তার মনে কোনো আনন্দ ছিল না। হতাশ হয়ে পড়ে প্রাচী। নিজেকে এ পৃথিবী থেকে একেবারের জন্য সরিয়ে নেয়ার পরিকল্পনা করে সে।
সে মোতাবেক ঘরের মধ্যে গলায় দড়ি দিয়ে ঝুলে আত্মহত্যা করে প্রাচী।
৭ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম