আন্তর্জাতিক ডেস্ক : আদালতে হাজির করতে বন্দীদের নিয়ে যেতে এসেছিলেন এক মহিলা পুলিশকর্মী। সেই সময় মহিলা পুলিশকর্মীর সঙ্গে এ কি করলেন কারাগারের বন্দীরা! তার সঙ্গে অশালীন ব্যবহার শুরু করেন বন্দীরা।
মহিলা পুলিশকর্মীকে লক্ষ্য করে অশ্লীল গান গান তারা। তবে এখানেই শেষ নয়, প্রতিবাদ করায় লকআপ ইনচার্জের উর্দিও ছিঁড়ে দেয়া হয়।
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের গোরখপুরে।
জানা গেছে, আদালতে হাজির করতে ডিভিশনাল কারাগার থেকে কয়েকজন বন্দীকে ক্যান্টনমেন্ট থানা এলাকার দেওয়ানি আদালতে আনা হয়।
আদালতের লকআপে রাখা হয় তাদের। পরে আদালতে হাজির করতে বন্দীদের আনতে ওই মহিলা পুলিশকর্মী যখন লকআপে যান, তখর তাকে দেখে অশ্লীল গান শুরু করেন তারা।
মহিলা পুলিশকর্মী তাদের চুপ করতে বললে তারা অশালীন ব্যবহার শুরু করেন। তিনি সেখান থেকে চলে যান।
এ নিয়ে লকআপ ইনচার্জ কেশরী কুমারকে অভিযোগও জানান তিনি। তারপরই কেশরী কুমার সেখানে যান।
বন্দীরা তার সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। কেশরী কুমারের উর্দি ছিঁড়ে দেয়। ঘটনাটি দেখার পর সেখানে আসেন আরো পুলিশকর্মী।
তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় বন্দীদের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
৭ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম