আন্তর্জাতিক ডেস্ক : পোস্তায় উড়ালপুল ভেঙে পড়ার ঘটনায় ধৃতদের জামিন দেয়া নিয়ে উত্তপ্ত হয়ে উঠে কলকাতা হাইকোর্ট এজলাস। বাকযুদ্ধে জড়িয়ে পড়েন বিচারপতি সি এস কারনান ও বিচারপতি অসীম কুমার রায়।
ইন্দোইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন খবর জানা গেছে।
পোস্তায় বিবেকানন্দ উড়ালপুলের একাংশ ভেঙে পড়ার ঘটনায় গত ২০ মে বিচারপতি অসীম কুমার রায় ও বিচারপতি সি এস কারনানের ডিভিশন বেঞ্চ ধৃত ১০ জনের জামিন খারিজ করে দেন।
কিন্তু সি এস কারনান গতকাল নিজের অবস্থান বদলান। তিনি বলেন, আমার মনে হয় তাদের জামিন দেয়া হোক।
তিনি জামিন দেয়ার পক্ষে সই করেন। এ নিয়েই আজ এজলাসে বিচারপতিদের মধ্যে বচসা হয়।
৭ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম