আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, আলেপ্পো বিদেশি মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠীর গোরস্তানে পরিণত হবে। দামেস্কের সংসদের দেয়া ভাষণে আজ(মঙ্গলবার) এ ঘোষণা দেন তিনি। তিনি আরো বলেন, আলেপ্পোর আর কোনো ভূমি দখল করতে পারবে না দায়েশ।
তুরস্ক সন্ত্রাসীদের সিরিয়ায় ঢুকতে সহায়তা করছে বলে জানান তিনি। আসাদ বলেন, উত্তরাঞ্চলীয় সীমান্ত দিয়ে সন্ত্রাসীদের সিরিয়া ঢুকতে সহায়তা করছে তুরস্ক সরকার। খবর প্যারিস টুডে।
এ ছাড়া, ভাষণে সিরিয়ার নতুন সংবিধান প্রণয়নের নিয়েও কথা বলেন তিনি। তিনি বলেন, ভবিষ্যতে দামেস্ক সংসদে নতুন সংবিধান নিয়ে আলোচনা হবে। তিনি বলেন, সিরিয়া সংকটের যে কোনো রাজনৈতিক নিষ্পত্তি হলে তাতে সন্ত্রাসবাদ নির্মূল হয়ে যাবে। এ ছাড়া সংকট নিরসনে অন্য কোনো কিছু কাজ করবে না বলেও জানান তিনি।
৭ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই