মঙ্গলবার, ০৭ জুন, ২০১৬, ০৭:৫৬:৩৭

চীনের সাথে হাত মিলিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ পাকিস্তানের!

চীনের সাথে হাত মিলিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ পাকিস্তানের!

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান বলেছেন, কোনো কোনো দেশ চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি’র বিরোধিতা করছে; কিন্তু বিশ্বের কোনো শক্তিই এ প্রকল্পের বাস্তবায়ন বন্ধ করতে পারবে না। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর ধ্বংসের ক্ষমতা বিশ্বের কোনো শক্তির নেই।

ইসলামাবাদের 'নিরাপদ নগর' প্রকল্প উদ্বোধন করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। চৌধুরি নিসার আলী খান ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর কথিত অনুচর কুলভূষণ যাদবের বিষয়েও কথা বলেন। তিনি বলেন, পাকিস্তান সরকার তাকে কনস্যুলার সুবিধা দেবে না। শত্রুতা করার জন্য কুলভূষণ পাকিস্তানে ঢুকেছে বলে উল্লেখ করেন তিনি।

দুই মাস আগে বেলুচিস্তান থেকে ভারতীয় নৌবাহিনীর সাবেক কর্মকর্তা কুলভূষণকে আটক করা হয়। পাকিস্তানের বিরুদ্ধে নাশকতামূলক তৎপরতায় জড়িত থাকার বিষয়ে তিনি স্বীকারোক্তি দিয়েছেন বলে পাক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

বহু কোটি ডলারের সিপিইসি প্রকল্পের মাধ্যমে পাকিস্তানের গোয়াদর বন্দরকে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং অঞ্চলের সঙ্গে সংযুক্ত করা হবে। সড়ক এবং রেলওয়ে নেটওয়ার্কের মাধ্যমে এ যোগাযোগ স্থাপন করা হবে।-প্যারিস টুডে
৭ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে