বুধবার, ০৮ জুন, ২০১৬, ১২:০৫:০২

পাগলেও যা বলে না, কিন্তু বললেন মন্ত্রী!

পাগলেও যা বলে না, কিন্তু বললেন মন্ত্রী!

আন্তর্জাতিক ডেস্ক : মোহম্মদ আলির দুর্ভাগ্য! না হলে তাকে নিয়ে এমন ঠাট্টা, তামাশা চলে কেন! ভারতের কেরলের ক্রীড়ামন্ত্রীই ভালো করে জানেন না যে, মোহাম্মদ আলির পরিচয়।  তাহলে সাধারণ মানুষের কী অবস্থা হবে, সেটা বোঝাই যায়।  পাগলেও যা বলে না, কিন্তু বললেন মন্ত্রী!

কিংবদন্তি এই বক্সার ইহলোক ছেড়ে পরলোকে পাড়ি দেয়ার পরই কেরলের ক্রীড়ামন্ত্রী ইপি জয়রাজন-এর সঙ্গে যোগাযোগ করে সেই রাজ্যের মিডিয়া।  

আর মোহাম্মদ আলি সম্পর্কে বলার সময় এমন সব তথ্য তুলে ধরেন ক্রীড়ামন্ত্রী, তাতে তার অজ্ঞানতা প্রকট হয়ে যায় আমজনতার সামনে।  

তিনি বলেছিলেন, মোহাম্মদ আলি কেরলেরই মানুষ। আমেরিকায় থাকতেন।  কেরলের হয়ে একাধিক সোনার পদক জিতেছেন।  কেরলের নাম উজ্জ্বল করেছেন।  ক্রীড়ামন্ত্রী যদি এ হেন মন্তব্য করে বসেন তাহলে সাধারণ মানুষ কী করবেন, বলুনতো!

আলিকে নিয়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে হাস্যকর কিছু মন্তব্য করা হয়েছে।  যিনি আলিকে নিয়ে মন্তব্য করেছেন, তার অজ্ঞানতা প্রকট।  মোহাম্মদ আলি বক্সার থেকে হয়ে গিয়েছেন ফুটবলার।  

তিনি যে ম্যারাডোনা, মেসি ও রোনাল্ডোর থেকেও সেরা, সেটাও বলেছেন অনাদিতা পটেল নামের সেই ইউজার।  পরে অবশ্য নিজের ভুল স্বীকার করে নিয়েছেন অনাদিতা পটেল।

তিনি লেখেন, ‘আমারই ভুল হয়েছে।  পেলের সঙ্গে আমি গুলিয়ে ফেলেছিলাম।  আমি কেবল ক্রিকেট ফলো করি।  কোহলি কিন্তু তেন্ডুলকারের থেকেও ভালো।’  
৭ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে