বুধবার, ০৮ জুন, ২০১৬, ০১:১৪:৩৫

এবার বিমান ভাড়া সর্বোচ্চ আড়াই হাজার টাকা

এবার বিমান ভাড়া সর্বোচ্চ আড়াই হাজার টাকা

আন্তর্জাতিক ডেস্ক: ভাড়া নিয়ে প্রায় যুগান্তকারী সিদ্ধান্ত নিতে চলেছে অসামরিক বিমান পরিবহণ সংস্থাগুলি। এমন এক সিদ্ধান্ত, যা দেশের অভ্যন্তরীণ যোগাযোগে নয়া মাত্রা আনবে বলে মনে করা হচ্ছে। উদ্দেশ্য ভারতের আঞ্চলিক পরিবহণের উন্নতি। সেই লক্ষ্যে একটি নয়া সিদ্ধান্ত নিয়েছে অসামরিক বিমান পরিবহণ সংস্থাগুলি। সিদ্ধান্ত হয়েছে, এক ঘণ্টা বা তার কম সময়ের ফ্লাইট হলে ভাড়া সর্বোচ্চ আড়াই হাজার টাকা হবে। অসামরিক বিমাণ পরিবহণ সচিব রাজীবনারায়ণ চৌবে জানিয়েছেন, এই প্রস্তাব এখনও কেন্দ্রীয় মন্ত্রিসভায় জমা পড়েনি। কেন্দ্রের লক্ষ্য, আগামী দু’সপ্তাহের মধ্যে এই প্রস্তাব কার্যকর করা।

যাত্রী পরিবহণে এই নয়া প্রস্তাব কার্যকর করার পাশাপাশি এয়ারলাইন্স সংস্থাগুলিকেও কিছু সুবিধে দিতে চায় কেন্দ্র। ৫/২০ নীতি তুলে নেওয়া হতে পারে। এই নিয়মের আওতায় অন্তর্দেশীয় বিমান সংস্থাগুলির ক্ষেত্রে বিদেশে পরিষেবা চালুর জন্য ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা এবং  ২০টি বিমান থাকা প্রয়োজনীয়। এই নীতি পাল্টে ০/২০ নীতি চালু করা হতে পারে। অর্থাৎ, কোনও নতুন সংস্থার যদি ন্যূনতম ২০টি বিমান থাকে, তাহলে তাদের বিদেশে বিমান নিয়ে যাতায়াতের অনুমতি দেওয়া হবে।তবে সব থেকে সুবিধা যে দেশের মধ্যে যাতায়াতকারী যাত্রীদের হবে, তা নিয়ে সংশয় নেই।-এবেলা

৮ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে