বুধবার, ০৮ জুন, ২০১৬, ০১:৩৮:০০

জানেন? এবার ১ টাকায় মিলছে এক বোতল জল!

জানেন? এবার ১ টাকায় মিলছে এক বোতল জল!

আন্তর্জাতিক ডেস্ক: জিনিসের দাম আকাশছোঁয়া। ট্রেনে এক বোতল জল কিনতেও খরচ হয় ১৫ থেকে ২০ টাকা। অর্থাত্‍‌ জলতেষ্টা মেটাতেও পকেট খালি। এবার যাত্রীদের জন্য সস্তায় সুলভে মিনারেল ওয়াটারের ব্যবস্থা করছে রেল। প্রতি স্টেশনে থাকবে একটি ওয়াটার পয়েন্ট। সেখানে সস্তায় পরিস্রুত পানীয় জল পাবেন যাত্রীরা।

IRCTC-র তরফে জানানো হয়েছে, স্টেশনে একটি বিশেষ জলের স্টল থাকবে। সেখানে RO মেকানিজমে পরিস্রুত পানীয় জল থাকবে। যাত্রীরা মাত্র ১ টাকায় ৩০০ মিলিলিটার জল পাবেন। তবে বোতল যাত্রীদেরই দিতে হবে। যদি যাত্রীর কাছে বোতল বা পাত্র না-থাকে, তাহলে খুব সস্তায় ওই স্টল থেকেই কনটেইনর মিলবে। আপাতত নয়াদিল্লির আনন্দবিহার রেল স্টেশন ও কানপুর রেল স্টেশনে এই স্টল চালু হয়েছে। গোটা দেশের সব স্টেশনেই স্টল চালু করছে রেল।-এই সময়

৮ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে