আন্তর্জাতিক ডেস্ক: বাচ্চা মানুষ করা যে সহজ ব্যাপার নয়, তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন লন্ডনবাসী৷ যার ফল বেশিরভাগ ক্ষেত্রে পুলিশ-দমকল অবধি পৌঁছে যাচ্ছে। শুধুমাত্র কমোড ও রেলিংয়ে আটকে যাওয়া বাচ্চাদের উদ্ধার করতেই বছরে প্রায় পাঁচ কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে ব্রিটেন সরকারের কোষাগার থেকে।
লন্ডন ফায়ার ব্রিগেড সূত্রে জানা গিয়েছে, ২০১৫ সালে নাকি প্রায় দেড় হাজার এই ধরনের অভিযোগ জমা পড়েছে৷ যার মধ্যে ৯৯৯ নম্বরে সবচেয়ে বেশি ফোন এসেছে, বাচ্চা কমোডে আটকে যাওয়ার৷ বেশিরভাগ ক্ষেত্রেই যা ক্ষুদ্র সমস্যাই হয়ে থাকে। দমকল কর্মীরা যাওয়ার আগেই তার সমাধান হয়ে গিয়ে থাকে।
এই কারণেই আগে কমিউনিটি সেফটি গ্রুপের ম্যানেজার মার্ক হ্যাজেলটন হামেশাই বাবা-মাকে খুঁটিনাটি প্রশ্ন করে ঘটনার গুরুত্ব জেনে নেন। তারপর ঘটনাস্থলে রওনা দিতে কর্মীদের নির্দেশ দেন৷ শিশু সুরক্ষা সপ্তাহের আগে বাবা-মাকেও সন্তানদের বেশি করে খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন তিনি। তবে, নিজে বাবা হিসেবে জানেন সেটা কত শক্ত কাজ।-সংবাদ প্রতিদিন
৮ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/সবুজ/এসএ