বুধবার, ০৮ জুন, ২০১৬, ০৪:৫১:৪১

এশিয়ার ৮ ক্ষমতাশালী মহিলা ব্যবসায়ীরা

এশিয়ার ৮ ক্ষমতাশালী মহিলা ব্যবসায়ীরা

আন্তর্জাতিক ডেস্ক : এশিয়ার সেরা আট জন ক্ষমতাশালী মহিলা ব্যবসায়ীর নাম প্রকাশ করেছে ইনাডু ইন্ডিয়া। নিন্মে তাদের নাম গুলো ছবি অনুসারে জানানো হলো।

১. নিতা আম্বানি, ডিরেক্টর, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ়।
২. জ়িয়া মোদি, ম্যানেজ়িং পার্টনার, AZB অ্যান্ড পার্টনার্স।
৩. অম্বিগা ধীরজ, CEO, মু সিগমা।
৪. বিনীতা গুপ্তা, CEO, লুপিন।
৫. দীপালি গোয়েঙ্কা, CEO অ্যান্ড জয়েন্ট ম্যানেজ়িং ডিরেক্টর, ওয়েলস্পুন ইন্ডিয়া লিমিটেড।
৬. রোশনি নাদার মলহোত্রা, ডিরেক্টর অ্যান্ড CEO, HCL কর্পোরেট এগজ়িকিউটিভ।
৭. অরুন্ধতী ভট্টাচার্য, চেয়ারম্যান, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
৮. সুজ়ান লয়েড হারউইটজ়, CEO অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর, মিরভ্যাক।

৮ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে