আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে মিসাইল প্রযুক্তি নিয়ন্ত্রণ গোষ্ঠীতে ভারতের যোগদান নিশ্চিত করে ফেললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনই ইঙ্গিত ভারতের কূটনীতিকদের। তবে এখনও এই খবর সরকারিভাবে স্বীকার করেনি ভারতের পররাষ্ট্রমন্ত্রনালয়।
এছাড়াও ভারত থেকে চুরি যাওয়া প্রায় ২০০ প্রত্নসামগ্রী ফেরত দিল মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে ভারতীয় প্রতিনিধিদের হাতে সামগ্রী তুলে দিলেন মার্কিন অ্যাটর্নি জেনারেল লোরেত্তা লিঙ্ক। ২০১২ সালে চুরি যাওয়া জিনিসের তালিকা দেওয়া হয় মার্কিন যুক্তরাষ্ট্রকে। তার ভিত্তিতে ‘অপারেশন হিডন আইডল’ নাম দিয়ে তদন্তে নামে ফেডারেল তদন্তকারীরা।
তার ভিত্তিতে ছয় জনকে গ্রেপ্তার করা হয়। তাদের থেকে উদ্ধার হয় ১০ কোটি ডলারের সামগ্রী। ‘ইন্ডিয়ান জোনস’ বলে পরিচিত ভারতীয় বংশোদ্ভুত প্রত্ন সামগ্রী ব্যবসায়ী সুভাষ কাপুরকে চোরা কারবারের দায়ে গ্রেপ্তার করা হয়। তামিলনাড়ুর একটি মন্দির থেকে ওই সামগ্রী লুট করে মার্কিন যুক্তরাষ্ট্রে পাচার করার অভিযোগ রয়েছে তার বিরদ্ধে। ভারতের হাতে তুলে দেওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ব্রোঞ্জ, টেরাকোটার তৈরি মূর্তি।
এদের অনেকগুলোর বয়স ২০০০ বছরের বেশী। চোল রাজবংশের শাসনে বিখ্যাত হিন্দু সন্ন্যাসী মানিক কবি চাকভরের মূর্তি। এটির মূল্য প্রায় ১৫ লক্ষ ডলার হতে পারে। রয়েছে একাদশ শতকের একটি ব্রোঞ্জ মূর্তি। মূর্তিগুলো তুলে দিয়ে লোরেত্তা বলেন, ‘কোনও দেশের পরিচয় লুকিয়ে রয়েছে তাদের সংস্কৃতির সঙ্গে। চুরি যাওয়া মূর্তিগুলো ফিরিয়ে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’ মূর্তি ফেরানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ধন্যবাদ জানিয়েছেন মোদি।
৮ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস